ফিলিস্তিন সংকট নিরসনের উপায় খুঁজতে জাতিসংঘে রাশিয়ার আহ্বান

Slider সারাবিশ্ব

144234palestine

 

 

 

 

 

পরিবর্তিত পরিস্থিতিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া শুক্রবার বলেছেন, মস্কো দুই জাতির জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে জরুরি ভিত্তিতে একটি ‘অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া’ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।

ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার ট্রাম্পের সিদ্ধান্তের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করে। এ অধিবেশনে নেবেনজিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, ওয়াশিংটনের এমন পদক্ষেপ ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের ক্ষেত্রে এবং এমন কি এটি পুরো অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্বি-রাষ্ট্র সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের চূড়ান্ত ও টেকসই সমাধান খুঁজে বের করার উপায় হিসেবে একটি অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া জরুরিভাবে আবারো শুরু করার বিষয়টি একেবারে অপরিহার্য হয়ে পড়েছে।

সূত্র : তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *