সাবেক বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রীকে ঘুষ নেওয়ার মামলায় খালাসের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এর ফলে হাইকোর্টে আবার এ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৭ সালের ২৬ অগাস্ট বিশেষ জজ আদালতে এই মামলায় নাজমুল হুদাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা জরিমানা করে। পাশাপাশি তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের দণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাই কোর্ট তাদের খালাস দেয়।
এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ ও দুদক। উভয় আবেদনের শুনানি করে আদালত হাই কোর্টের রায় বাতিল করে দিল।