এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ভেঙে পড়েছে ঠাকুরগাঁও শহরের ঐতিহ্যবাহী সেনুয়া বেইলী ব্রীজ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
জানা যায় যে, সেনুয়া সেতুটি অনেকদিন থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করতো পণ্যবাহী যানবাহন। আজ সন্ধ্যায় একটি কয়লা বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ওই সেতুটির উপর উঠলেই ব্রীজটির উত্তর পাশের অংশটি ভেঙ্গে পড়ে।
এসময় ব্রিজের উপরে থাকা একজন পথচারীও আহত হয়েছেন। পথচারীর নাম আইনুল হক (৬৫)। নামের একজন পথচারি আহত হয়েছেন।
প্রত্যদক্ষর্শীরা জানায়, শহরের বরুনাগাঁও এলাকায় অবস্থিত সেনুয়া বেইলি সেতুটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এলজিইডি কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও অবাধে পণ্যবাহী যান চলাচল করতো। এরই ফলশ্রুতিতে সেতুটি ভেঙে পড়েছে।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হবে, তাই এলজিইডিকে প্রাথমিকভাবে একটি সেতু বানানোর জন্য বলা হয়েছে।
ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জানান, সেনুয়া বেইলি সেতুটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও ওই সেতুটি দিয়ে মানুষ ভারি যানবাহন নিয়ে চলাচল করছিল। ফলে সেতুটি ভেঙে পড়ে। ব্রিজ মেরামতের জন্য ইতোমধেই কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করে যানচলাচলের জন্য স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।