বড় ছেলে লক্ষী; ছোটটা দুষ্টের শিরোমণি..

Slider খেলা

162454babyy_kalerkantho_pic

 

 

 

 

 

পরিবারে দুই সন্তান থাকলে তাদের স্বভাব-আচরণ ভিন্ন হয় এটাই স্বাভাবিক। একজন ঠাণ্ডা হলে আরেকজন হয় দুষ্ট।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং আন্তোনেলা রোকুজ্জো দম্পতির দুই ছেলে থিয়াগো এবং মাতেও এর ক্ষেত্রেও এই নিয়ম ব্যতিক্রম নয়। দুজনের স্বভাব ঠিক বিপরীত।

অদূর ভবিষ্যতেই তৃতীয় সন্তান আসতে যাচ্ছে মেসি-রোকুজ্জোর সংসারে। তার আগেই টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে দুই ছেলেকে নিয়ে বললেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির ভাষায়, ‘থিয়াগো অসাধারণ একটি শিশু। সে খুব শান্ত। কিন্তু অন্যজন হয়েছে ঠিক তার বিপরীত… খুব দুষ্ট!’

বড় ছেলে থিয়াগো গাড়ি আর মোটরবাইক পছন্দ করে। ফুটবলও খেলতে ভালোবাসে। কিন্তু ছোটটার সব আগ্রহ দুষ্টুমিতে।

ছোট ছেলে মাতেওকে নিয়ে বার্সেলোনা সুপারস্টার আরও বলেন, ‘মাতেও একটা আতঙ্কের নাম, একটা বিভীষিকা। বিপরীত চরিত্রের দুই ছেলেকে বড় হতে দেখাটা সত্যিই আনন্দের। ‘

বোঝাই যাচ্ছে, বড় ছেলেকে নিয়ে তেমন টেনশন না থাকলেও ছোটটাকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনা অধিনায়ককে। তৃতীয় সন্তান হিসেবে যে আসছে, সে আবার কেমন হয় কে জানে? তবে এসবই সন্তানের প্রতি বাবার ভালোবাসাময় অনুযোগ। সন্তান দুষ্ট হোক আর শান্ত হোক, বাবা-মা তাদের জন্য সবকিছুই করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *