গ্রাম বাংলা ডেস্ক:
ঢাকা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ গ্রহণের পর লেম্বুছড়ি ক্যাম্পে আনা হচ্ছে।
শনিবার বিকেল পৌনে ৬টার দিকে মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মিজানুর রহমানের লাশ হস্তান্তর করা হয়।
৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দীর্ঘ আড়াই ঘণ্টা পতাকা বৈঠকের পর বিজিপি এ লাশ হস্তান্তর করে। আলোচনার সময় উভয় পক্ষের প্রতিনিধিরাই বেসামরিক পোশাকে উপস্থিত ছিলেন।
নিহত মিজানুর রহমানের লাশ এখন ৫২ নম্বর পিলারের কাছে রয়েছে। সেখান থেকে আনা হচ্ছে লেম্বুছড়ি ক্যাম্পে। এরপর তার লাশ নাইক্ষংছড়ি বিজিবি ৩১ ব্যাটেলিয়ানের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে।
বিকেল পৌনে ৬টার দিকে সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে বিজিপির পক্ষে লে. কর্নেল ছাই সিং এর নেতৃত্বে ১০ সদস্য এবং বিজিবির ৩১ ব্যাটেলিয়ানের অধিনায়ক মেজর তারেকের নেতৃত্বে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের কাছে নিহত বিজিবি সদস্য মিজানুর রহমানের লাশ হন্তান্তর করা হয়। –