‘শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি চাকরিরও সুযোগ করে দিয়েছে এ সরকার’

রাজনীতি

image_157173.motia-chowdhuriশেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিতে প্রভূত উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার দুই মেয়াদে (১৯৯৬-২০০১, ২০০৯-২০১৪) প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। শুধু সরকারি চাকরি নয়, তার পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রেও সুযোগ করে দিয়েছে এ সরকার।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক পার্টির সাবেক সভাপতি আহমেদুল কবীর ও নুরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া বলেন, বাংলাদেশে থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারিনা। বিদেশিরা আমাদের দেশের উন্নয়ন দেখে আশ্চর্য হয়ে যায়। বিশেষ করে তারা বর্তমান সরকারের শিক্ষার মান উন্নয়ন ও প্রতিবছর জানুয়ারিতে বিনামূল্যে বই বিতরণ এবং উপবৃত্তি প্রদানের কথা শুনে আশ্চর্য হয়ে যায়।
তিনি আরো বলেন, কাজ করলে সমালোচনা হবে। শিক্ষা নিয়ে যারা সমালোচনা করছেন তাদের সময়ে শিক্ষার কী উন্নয়ন হয়েছিল? যারা শিক্ষাকে ধ্বংস করেছিল, শিক্ষা নিয়ে কোনো কাজ করেনি তাদের মুখে শিক্ষার কথা মানায়না। তাদের মুখে শিক্ষার কথা শুনলে হাসি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *