” জীবনানন্দ ও আমি”
লেখক:মহসিনুল কাদির
অনুপমা……….
আজো তোমার ভাবনা আছন্ন করে রাখে,
হৃদয়ের রক্ত ক্ষরণ
সব আর্দ্রতা শুষে নিয়ে গেছে I
চৌচির হৃদয় ভূমিতে
শ্রাবন বারি হয়ে এলে না।
চাতকের তৃষ্ণা শ্রাবণ অবধি,
আর অনন্তের তৃষিত পথিক আমি I
সুদূর অতীত চিরে এলো বনলতা
জীবনানন্দ কে দিলো ক্ষণিকের দেখা
প্রশান্তি পেলো সে হৃদয় জুড়ে
বনলতা আরোহিল কালের জানে-!!
সুরঞ্জনা এলেনাকো কবির ডাকে
হবেনা তো- অভিসার কোন কালে
কবি হৃদয়ে তাই আজও কাঁদে
কোন দিন সুরঞ্জনা আসবেনা-যে-!!
অনুপমা………..
সুদূরের অতিথি তুমি,তুমি অধরা,
ধোয়াশা হয়ে আছো আজো চিনি না।
অহর্নিশি তোমায় ভেবে সময় চলে যায়,
সময় বিজয়িনী তোমায় মনে হয়।
অনুপমা………
প্রাগৈতিহাসিক যুগ পেরিয়ে ঐতিহাসিক যুগে,
তোমারে-ই তো আমি দেখেছিলাম স্বপ্ন মানসী রূপে।
আজো তোমারে খুঁজিয়া ফিরি ধরিতে পারিনা হায়,
তাহলে কি তুমি মানব হৃদয়ের অতৃপ্ত বাসনা বৈ অন্য কিছু নয়।
অনুপমা তুমি আছো হৃদয় জুড়ে
অনুপমা—————– ভাবনায়
উৎসর্গ:-
ভয়েস অব আমেরিকা এর সংবাদ পাঠিকা শামীম আপা
এবং
তরুণ কবি গীতিকার ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন
তারিখ:১৪/০৬/২০১৭ খ্রি: