ট্রেনের আগাম খবর দিচ্ছে রবি

বাংলার সুখবর

train_40892_53561ঢাকা: গ্রাহকদের কাঙ্ক্ষিত ট্রেনের তথ্য আগাম জানাতে মোবাইলফোন অপারেটর রবি চালু করেছে ট্রেন ট্রেকার সার্ভিস। এ সেবার মাধ্যমে রবির গ্রাহকরা এসএমএসে ট্রেনের অবস্থান, ছাড়ার সময়, পরবর্তী স্টেশন ও যাত্রার সময়সূচি জানতে পারবেন।
যাত্রীরা ভ্রমণ পরিকল্পনা করার আগে দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রেনের আগাম তথ্য এসএমএসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এ জন্য তাদের টিআর<স্পেস>ট্রেন নাম্বার লিখে ১৬৩১৮ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

টিকেটে লেখা থাকা ট্রেনের নাম্বার কাছে না থাকলে রবি করপোরেট ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে। সেবা পেতে প্রতি এসএমএসে ভ্যাট ছাড়া খরচ হবে চার টাকা

রাজস্ব আয়ের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এর চালু করা এই উদ্ভাবনী সেবা গ্রাহকদের ভ্রমণকে আরো সহজ এবং আনন্দময় করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *