হাতের ইশারায় চলবে কম্পিউটার

তথ্যপ্রযুক্তি

minority-reportনিজস্ব প্রতিবেদক : শুরুতে কম্পিউটারের ইউজার ইন্টারফেস বলতে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল না। সব কিছুই টেক্সটভিত্তিক কমান্ড দিয়ে কাজ চালাতে হতো।
গ্রাফিক্যাল ইন্টারফেস আসার পরেও যখন মাউস আবিষ্কার হয়নি তখনো কম্পিউটারের কাজ শুধু কিবোর্ড দিয়ে করতে হতো। এখন তো মাউসের ব্যবহারও প্রায় উঠে যাচ্ছে। টাচস্ক্রিনে সব কিছুই করা যাচ্ছে।
এবার বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্রগুলোর মতো ভাবুন। মনে করুন টম ক্রুজের ‘মাইনরিটি রিপোর্ট’। সিনেমাটিতে বিশাল স্ক্রিনে কমান্ড দেয়া হচ্ছে হাতের ইশারায়। এরকম একটি ইউজার ইন্টারফেস কি সম্ভব? হ্যাঁ, খুবই সম্ভব।
সম্প্রতি এমন একটি ইউজার ইন্টারফেসের প্রোটোটাইপ দেখিয়েছেন অবলং ইন্ডাস্ট্রিজের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *