নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার শিক্ষিত যুবকের মধ্যে ৫ শতাংশ বেকার বলে সংসদে তুলে ধরা সরকারের পরিসংখ্যানে জানা গেছে।
রোববার সংসদে এক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভের প্রতিবেদন তুলে ধরে এই তথ্য জানান।
২০১০ সালের ওই জরিপ অনুযায়ী, দেশে শিক্ষিত যুবকের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার। এর মধ্যে বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার।
প্রতি বছর প্রায় ২২ লাখ যুবক শ্রমবাজারে যুক্ত হয় জানিয়ে বেকারত্ব দূর এবং কর্মসংস্থানের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন যুব প্রতিমন্ত্রী। বর্তমান ইসির অধীনে ১৮৭৩ নির্বাচন
এক প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এ পর্যন্ত ১ হাজার ৮৭৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৩১৩টি ও স্থানীয় পর্যায়ে ১ হাজার ৫৬০টি।
অন্য এক প্রশ্নের আইনমন্ত্রী আনিসুল হক জানান, জাতীয় ও স্থানীয় পর্যায়ে এসব নির্বাচনে দেশি-বিদেশি ৩৯ হাজার ৩৮৮ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছে।