পরীমনি প্রিমিও ১৫ মডেলের একটি গাড়ি ব্যবহার করেন। কিন্তু শখের বশে জনপ্রিয় এই নায়িকা আরো একটি গাড়ি কিনেছেন।
তবে গাড়িটি যাতায়াতের জন্য নয়, শখের বসে কেনা।
পরীমনি যে গাড়িটি কিনেছেন সেটি নীল রঙের এন্টিক, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চার। গতকাল (সোমবার) রাতে গাড়িটি হাতে পেয়েছেন পরীমনি। তবে কত টাকা দিয়ে কেনা, সে সম্পর্কে কিছু বলতে চান নি এই অভিনেত্রী।
পরীমনি বলেন, এই গাড়িতে আমি চড়বো না, সাজিয়ে রেখে দেব। তবে সচল রাখার জন্য মাঝেমধ্যে চালু করতে হবে। চলাচলের জন্য আমার আরেকটি গাড়ি রয়েছে। এই এন্টিক গাড়িটি নীল রঙের। কারণ, রঙটি অনেক আকর্ষণীয়।
আমার মনে হয়, ঢাকায় খুব কম মানুষের কাছে এই গাড়ি রয়েছে। পরীমনির ইচ্ছে ছিল এই ধরনের গাড়ি তার সংগ্রহে রাখা। সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো এই নায়িকার।
পরীমনি অভিনীত দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে পরপর দুই সপ্তাহে। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে মাস্টার মেকার মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ এবং ২২ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি। দুটি বিগ ধামাক দিয়ে আলোচিত এই নায়িকার বছর শেষ হতে যাচ্ছে।