অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বহুল আকাঙ্খিত একজন। বিপিএলের চলতি পঞ্চম আসরে তিনি রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন।
সেরা চারে পৌঁছেও গেছে তার দল। কিন্তু আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগুন ম্যাচে মাঠে নেই ম্যাশ। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু কেন নেই মাশরাফি?
কারণটা খুবই আশংকাজনক। আবারও চোটে আক্রান্ত মাশরাফি! হ্যাঁ ঠিকই পড়েছেন। আগের ম্যাচে নিজের বোলিং শেষ করে মাঠ ছেড়েছিলেন খানিকটা খুঁড়িয়ে। টান লেগেছিল কুঁচকিতে। সেই চোট পিছু ছাড়েনি পুরোপুরি। তবে সুখের খবর হলো, ম্যাশের চোট ততটা গুরুতর নয়।
আজকের ম্যাচ যেহেতু গুরুত্বহীন, তাই একাদশে প্রায় ৭টি পরিবর্তন এনেছে রংপুর।
আজ রংপুর একাদশে খেলছেন স্যামুয়েল বদ্রি। মাশরাফি চাইলে খেলতে পারতেন, কিন্তু তিনি নিজে এবং কোচ টম মুডি কোনো ঝুঁকি নিতে রাজী নন। চলতি বিপিএলে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.৫৮। ব্যাট হাতে ১৫২.৩২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৩১।