ছুটির দিনগুলোতে বহু মানুষই বন্ধু-বান্ধব কিংবা প্রিয় মানুষদের নিয়ে জমজমাট অবস্থায় কাটান। কিন্তু অনেক মানুষ আছে, যারা তার বিপরীত। আর এ অবস্থাকেই একাকিত্ব বলা হয়, সম্প্রতি যাকে একটি রোগ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
একাকী মানুষ নির্ণয়ের জন্য ছুটির দিনের কার্যক্রম অনেক মনোবিদের কাছেই গুরুত্বপূর্ণ। এ দিনটির কার্যক্রম বিশ্লেষণ করে কারো একাকিত্ব রয়েছে কি না, তা জানা সম্ভব। এ ছাড়াও রয়েছে সামাজিক সম্পর্ক এবং মানসিক ও শারীরিক নানা বিশ্লেষণ।
সম্প্রতি ‘সোশ্যাল নিউরোসায়েন্স’ বিজ্ঞানী জন ক্যাসিওপ্পোর গবেষণায় জানা গেছে, একজন মানুষের সামাজিক সম্পর্কের সংখ্যার ওপর একাকিত্ব নির্ভর করে না। কারণ কারো ফেসবুকে পাঁচ হাজার বন্ধু থাকতে পারে, যা প্রকৃত বন্ধু নয়। সেক্ষেত্রে বিপুল বন্ধু থাকার পরেও একাকিত্ব হতে পারে। একইভাবে ভিড়ের মধ্যেও কেউ একাকিত্বে ভুগতে পারে। এর মূল কারণ হলো একাকিত্ব একটি অনুভূতি।
গবেষণায় আরও জানা গেছে, একাকিত্ব অনেক সময়েই বংশগতভাবে চলে আসে। ক্যাসিওপ্পো এক্ষেত্রে ৫০ ভাগ ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা বংশগতভাবে এ রোগে আক্রান্ত হন। অন্যদিকে একই সংখ্যক ব্যক্তি নানা পরিস্থিতির কারণে এ রোগে ভোগেন।
গবেষণার প্রয়োজনে ক্যাসিওপ্পো একাকী ও একাকী নয় এমন মস্তিষ্কের বিশ্লেষণ করেন। তিনি দেখেন, একাকী ব্যক্তির মস্তিষ্ক অন্যদের কাজের বা চিন্তাভাবনার ওপর কম সংবেদনশীল।