রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রীদের পিটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অধ্যক্ষের কার্যালয় থেকে ফেরার পথে আজ বুধবার সকালে ছাত্রীদের পেছন থেকে হামলা করে পেটানো হয়।
পরে অধ্যক্ষের রুমের সামনে বিক্ষোভ করতে থাকেন ছাত্রীরা।
এ ঘটনায় আহত তিন ছাত্রীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নবিলা, মোহনা এবং রূপা। ঘটনার পর আইএইচটির হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অধ্যক্ষ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ বুধবার সকালে ছাত্রলীগের সাইদ, মাহমুদ, জাকির, তুহিন ও নাহিদসহ বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে গালাগালাজ করেন ছাত্রীদের। এতে বিক্ষুব্ধ ছাত্রীরা ক্যাম্পাসের সামনে অবস্থান করেন। পরে অধ্যক্ষের কক্ষে গিয়ে ছাত্রলীগের ওই নেতাকর্মীদের শাস্তি দাবি করেন তারা। সকাল ১১টার দিকে ছাত্রীরা অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে হোস্টেলের দিকে এগোতে থাকলে তাদেরকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় কয়েকজন ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। এরপর ছাত্রীদের রক্ষা করতে তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনা নিয়ে আইএইচটি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।