দারুণ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানইউ

Slider খেলা

1141205_kalerkantho_pic

 

 

 

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে পিছিয়ে পড়েও সিএসকেএ মস্কোকে ২-১ গোলে পরাজিত করেছে হোসে মরিনহোর দল।

এই জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে পা রাখে এফসি বাসেল।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধের শেষ মিনিটে অ্যালান জাগোয়েভের গোলে এগিয়ে যায় সিএসকেএ মস্কো। এতে করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে পড়ে আগের ম্যাচে বাসেলের কাছে ০-১ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তবে বিরতির পরপরই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ৬৪তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে ম্যাচে সমতা ফেরায় ইউনাইটেড। দুই মিনিট পর মার্কাস র‌্যাশফোর্ডের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ম্যানচেস্টার ইউনাইটেডের মনোযোগের কেন্দ্রবিন্দু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের প্রতি। রোববার ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মরিনহোর দল।

সেই ম্যাচে জিততে পারলে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচে কমিয়ে আনতে পারবে। অন্যদিকে হেরে গেলে ব্যবধানে ১১-তে উন্নীত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *