মেয়র প্রার্থীর এই প্রচারে বিরক্ত আনিসুল হকের পরিবার

Slider ঢাকা

f7c3b5f37cd7e99c5d72c0d5668a129d-5a2035b28bc58

 

 

 

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পরপরই সম্ভাব্য মেয়র পদের প্রার্থীদের ছবি দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ শুরু হয়েছেএর মধ্যে আনিসুল হকের পরিবারের সদস্যদেরও ছবি ছাপা হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসেবেএই প্রচারণায় বিরক্ত আনিসুল হকের পরিবারগতকাল মঙ্গলবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই বিরক্তির কথা জানিয়েছেন প্রয়াত আনিসুল হকের স্ত্রী রুবানা হক

ফেসবুক স্ট্যাটাসে রুবানা হক এখনই তাঁর পরিবারের সদস্যদের সম্ভাব্য মেয়র প্রার্থী বানিয়ে প্রচারণা না করার আহ্বান জানিয়েছেনতিনি লেখেন, ‘আমরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব (পাবলিক ফিগার) নইআপনারা যদি আমার পরিচিত হন বা কখনো আনিসকে (আনিসুল হক) ভালোবেসে থাকেন, তাহলে আমাদের বাড়িতে আসুনআমাদের মায়ার জালে জড়ানদয়া করে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ, মেয়র পদ লাভ কিংবা এজাতীয় কিছু নিয়ে গল্পকাহিনি ছড়াবেন না

 

রাজনীতির মাহাত্ম্য তুলে ধরে রুবানা হক লেখেন, ‘জনসেবা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বএকজন ভালো রাজনীতিক তাঁর চারপাশে পরিবর্তন নিয়ে আসতে পারেনআনিস যদি জনসেবায় না আসতেন, তাহলে তাঁর শেষ বিদায় এতটা ভালোবাসায় মোড়ানো হতো না সুতরাং জনসেবার মতো বিষয় (পাবলিক সার্ভিস) নিয়ে আমাদের তামাশায় মেতে ওঠা উচিত নয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পরপরই সম্ভাব্য মেয়র পদের প্রার্থীদের ছবি দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ শুরু হয়েছে। এর মধ্যে আনিসুল হকের পরিবারের সদস্যদেরও ছবি ছাপা হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। এই প্রচারণায় বিরক্ত আনিসুল হকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *