মাদককে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা প্রয়োজন : তথ্যমন্ত্রী

Slider জাতীয়

150659Kalerkantho_pic

 

 

 

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ থেকে মাদক নিরাময় করতে হলে এটিকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সমন্বয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করে এর কুফল সম্পর্কে প্রচারণা চালালে মাদক নিরাময় সম্ভব হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাদকবিরোধী সংগঠন ‘মানস’ আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসানুল হক ইনু রোহিঙ্গাদের বিষয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তায় নোয়াখালীর ভাষানচরে স্থানান্তর করা হবে। তবে এটি রোহিঙ্গাদের স্থায়ী ঠিকানা নয়, তাদের অস্থায়ীভাবে বসবাসের জায়গা দেওয়া হচ্ছে। অনেকে এটি নিয়েও বির্তক তুলছেন। রোহিঙ্গাদের নিরাপদ স্থানে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনাসভায় মূলপ্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *