ইন্দোনেশিয়ায় নারী পুলিশ সদস্য বাছাইয়ের সময় যে কুমারীত্বের পরীক্ষা নেওয়া হয়, তার সমালোচনা করেছে এইচআরডাব্লিউ। সংস্থায় কর্মরত আন্দ্রেয়াস হার্সোনো বলেন, আবেদনকারীদের মধ্য থেকে ‘যৌনকর্মীদের’ বাদ দিতেই এ পরীক্ষা।
সম্প্রতি এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ-র নারী অধিকারবিষয়ক সহযোগী পরিচালক নিশা ভারিয়া কুমারীত্ব পরীক্ষাকে নারীদের জন্য ‘বৈষম্যমূলক, ক্ষতিকর ও অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন। অবিলম্বে এই পরীক্ষা নেওয়া বন্ধ করতে ইন্দোনেশীয় পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে কয়েকজন ইন্দোনেশীয় তরুণীর সাক্ষাৎকার গ্রহণের পর বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।