টেস্ট দলে ডাক পেলেন বুমরাহ

Slider খেলা

105402Kalerkantho_pic

 

 

 

 

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে ডাক পেলেন ভারতের জাসপ্রীত বুমরাহ। সোমবার প্রোটিয়া সফরের তিন টেস্টের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সেই দলে নতুন মুখ বলতে ডানহাতি পেসার জাসপ্রীত। এছাড়া এই সফরে বিকল্প উইকেটকিপার হিসেবে টেস্ট দলে ডাক পেলেন পার্থিব প্যাটেল। বিশ্রাম থেকে প্রোটিয়া সফরে টেস্টে দলে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নতুন বছরের ৫ জানুয়ারি কেপটাউন টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।

সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স করাতেই ডিভিলিয়ার্সদের দেশে সিরিজ খেলতে ডাক পেলেন বুমরাহ। ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন এই পেসার। ২৬ টি প্রথম শ্রেণির ম্যাচে বুমরাহের সংগ্রহ ৮৯ উইকেট। দেশের জার্সিতে শেষ ১৮ মাসে ওয়ান ডে ও টি-টোটেন্টি ফর্ম্যাটে দুর্দান্ত পারফর্ম করেন বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *