মেক্সিকোর গোলযোগপূর্ণ গুয়েরারো রাজ্য থেকে রবিবার মস্তকবিহীন ও আগুনে পুড়ে যাওয়া পাঁচটি লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। রাজ্যের প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সিটির প্রায় ২ শ কিলোমিটার দূরে চিলিপা শহরের কাছে একটি ট্রাকের পেছন থেকে রবিবার ভোরে এসব লাশ উদ্ধার করা হয়।
এক প্রসিকিউটর এএফপিকে বলেন, পরীক্ষকরা লাশগুলো শনাক্ত করেছে। এদের মধ্যে মোরেলস রাজ্যের তিনজন ব্যবসায়ী ও দুজন স্থপতির লাশ রয়েছে বলে তারা ধারণা করছেন। তারা বুধবার অপহৃত হয়েছিলেন।
গত সপ্তাহে গুয়েরারো শহরের একই এলাকা থেকে মস্তকবিহীন ও পুড়ে যাওয়া ১১টি লাশ উদ্ধারের পর নতুন করে এসব লাশ উদ্ধার করা হলো।