ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে ৩৬৮ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যসায়ী তৌহিদুল ইসলাম (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, মহাসড়কের দাউদকান্দি উপজেলার টোলপ্লাজায় টহল পুলিশ ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-১১১৩৫৯) থামার জন্য সংকেত দিলে চালক দ্রুতবেগে চালিয়ে পালাতে চেষ্টা করে। পরে মেঘনা-গোমতী সেতুর ওপর থেকে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে পুলিশ। এ সময় চালক পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী তৌহিদুল ইসলামকে ৩৬৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। আজ সোমবার দাউদকান্দি মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পর তৌহিদুল ইসলামকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।