যুক্তরাষ্ট্রের মিসৌরী অঙ্গরাজ্যের ফার্গুসন শহর পুনর্গঠনের অঙ্গীকার করেছেন শহরটির মেয়র।
রোববার এক সংবাদ সম্মেলনে মেয়র জেমস নোলেস বলেন, আমরা শহরটি পুনর্গঠনের অঙ্গীকার করছি। আগের মতোই শহরটিকে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীল বসবাসের উপযোগী করতে জনগণকে উদ্ধুব্ধ করবো।
তিনি বলেন, এ লক্ষে আমরা স্থানীয় ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
গত ২৪ নভেম্বর গ্রান্ড জুরি মাইকেল ব্রাউন (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার দায় থেকে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে ছাড় দেয়ার কারণে জনগণ ফুঁসে ওঠে। গত ৯ আগস্ট ব্রাউনকে হত্যার পর থেকেই বিক্ষোভরত জনগণ রাস্তায় তীব্র প্রতিবাদ শুরু করে। প্রতিবাদ বিক্ষোভ কেবল ফার্গুসন নয় ছড়িয়ে পড়ে নিউইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত। এছাড়া বিভিন্ন এলাকায় দাঙ্গা, লুটপাট ও ক্ষুদ্ধ জনগণ অনেক ভবনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে পুলিশ কয়েকশ লোককে গ্রেফতারে বাধ্য হয়।
এদিকে শনিবার উইলসন ফার্গুসন পুলিশ ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করেছেন। এছাড়া শহরের অনেক বাসিন্দা পুলিশ প্রধান থমাস জ্যাকসনকেও পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। কিন্তু রোববার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জ্যাকসন পদত্যাগ না করার ইচ্ছে ব্যক্ত করেছেন।