চিকনি চামেলি থেকে সাট আপ অ্যান্ড বাউন্সের মতো গানে ক্যাটরিনা কাইফ, শিল্পা শেট্টিকে দেখা গেছে। সেসব ছবির প্রযোজনা করেছিলেন করণ জোহার।
এখন তা নিয়ে অনুতাপ করলেন করণ।
করণের বলছেন, আইটেম নম্বরে নারীদের ব্যবহার করে তিনি ঠিক করেননি। কারণ, আইটেম নম্বরে যেভাবে নারীদের তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। তাই এবিষয়ে তিনি ক্ষমা চাইছেন। সম্প্রতি নারীদের ক্ষমতায়নের এক ক্যাম্পেনিংয়ে অংশ নেন করণ। সেখানে সাক্ষাৎকারে বলেন, কোথাও এক নারীকে কেন্দ্রে রেখে হাজার পুরুষকে কামুকভাবে তাঁর দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আমি এই ভুল করেছি। তবে আর নয়। সেই ভুল করব না।
করণ আরও বলেন, সেলুলয়েডকে দর্শকরা বাস্তবের সঙ্গে তুলনা করেন। আমরা যাঁরা ছবি করি, তাঁদের সবদিক ভেবে ছবি বানাতে হবে। আমাদের ভাবতে হবে, এই ছবিটা এভাবে বানালে সমাজের উপর কী প্রভাব পড়তে পারে।
তবে করণ যাই বলুন না কেন, এই ইস্যুতে তিনি নিজের পাশে ইন্ডাস্ট্রির কতজনকে পান, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।