এগিয়ে আসেনি কেউ, জ্বলন্ত তরুণের ছবি তুলতে ব্যস্ত সবাই!

Slider বিচিত্র

163410jubok-agun

 

 

 

 

 

 

দাউ দাউ করে জ্বলছে এক তরুণ। সেই দৃশ্য দেখতে ভিড় করছে পথচলতি মানুষজন।

কিন্তু কেউ একটি বারের জন্য এগিয়ে এলেন না যুবকটিকে বাঁচাতে। উল্টে নিজেদের মোবাইল থেকে ছবি তুলতে ব্যস্ত সকলে। গত শনিবার এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল দিল্লির শকুরবস্তি রেল স্টেশন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে উদ্দেশ্যহীন ভাবে রেললাইনে ঘুরতে দেখা যাচ্ছিল ওই শিখ তরুণকে। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ তিনি ব্যাগ থেকে কেরোসিন বার করে গায়ে ঢেলে দেশলাই জ্বালিয়ে দেন। তারপরই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। যদিও তাঁকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বিশ বছরের ওই অজ্ঞাতপরিচয়ের তরুণের।

মৃত্যুর পর যুবকের দেহ নিয়ে দিল্লি পুলিশ এবং জিআরপি-র মধ্যে টানাপড়েন শুরু হয়।

যার ফলে প্রায় তিন ঘণ্টা স্টেশনেই পড়ে থাকে দগ্ধ দেহ। ডিসিপি (উত্তর-পশ্চিম) আসলাম খান জানান, যেহেতু স্টেশনে এই ঘটনা ঘটেছে, ফলে বিষয়টি দেখা উচিত জিআরপি’র।

অন্য দিকে, ডিসিপি রেল পারভেজ আহমেদের দাবি, রেললাইনে ওই যুবকের দেহ ছিল না। ফলে স্থানীয় পুলিশই এই ঘটনার তদন্ত করবে। যদিও, শেষ পর্যন্ত জিআরপি-ই দেহটি মর্গে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *