ভুয়া বোমাতঙ্কের খবরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। আমেরিকান এয়ারলাইন্সের ৬৭ নম্বর ফ্লাইটের ভেতরের লাগেজে বোমা রয়েছে -এমন খবর পেয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ অভ্যন্তরীণ বার্তায় সবাইকে সতর্ক করে দেয়। স্থানীয় সময় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বার্সেলোনা থেকে আমেরিকান এয়ারলাইন্সের ৬৭ নম্বর ২০০ যাত্রী বিমানটি স্থানীয় সময় রবিবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। উড্ডীয়মান এ বিমানে শেষ পর্যন্ত কোনো বোমা শনাক্ত করা যায়নি। ফলে বিমানটি নিরাপদেই অবতরণ করে। পোর্ট অথরিটি পুলিশ জানিয়েছে, বোমা থাকার তথ্যটি পরিষ্কার ছিল না। তবে সতর্কতার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিষয়টি এফবিআই তদন্ত করে দেখছে। যাত্রীরা বিষয়টি জানার পরে আতঙ্কিত হলেও সবাই ছিলেন শান্ত। ক্যাপ্টেনের নির্দেশমতো সবাই বসে ছিলেন।
একজন যাত্রী জানান, এটা বিশ্বাসযোগ্য ছিল বলে মনে হয়নি। তবে অন্য একজন যাত্রী বলেন, দুই ঘণ্টার অপেক্ষা মনে হয়েছে একটা অগ্নিপরীক্ষা ছিল সবার জন্য। স্মিথ নামের এক যাত্রী জানান, আমরা শুধু প্লেনের ভেতরে বসে অপেক্ষা করছিলাম। এ ছাড়া আর কিছু করার ছিল না। পোর্ট অথরিটি সিবিএস নিউজকে জানায়, প্লেনটি টারমাকে অবতরণের পর মোবাইল সিড়ির মাধ্যমে যাত্রীদের নামিয়ে বাসে তোলা হয়। পরে ব্যাপক তল্লাশি চালানো হয় প্লেনের ভেতরে। তবে বোমা কিংবা অস্বাভাবিক কোনো বস্তু সেখানে পাওয়া যায়নি।