এম আরমান খান জয়,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ ডিসেম্বর কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে শিল্পকলা একাডেমি মাঠে এ সভার আয়োজন করেন কোটালীপাড়ার মুক্তিযোদ্ধারা।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমানের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মিয়া, কোটালীপাড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক কমান্ডার সামচুল হক মিয়া, হাজী সরদার আঃ মালেক, ডেপুটি কমান্ডার মুজিবুল হক, চেয়ারম্যান মহব্বত হোসেন গোলদার, নাদের আলী মিয়া, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান ইউনুস আলী শেখ, আতিয়ার রহমান প্রমুখ।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের পরাজিত করে শত্রু মুক্ত করেন বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা।