জন্মদিনে তুমি বন্ধু নাই –
——— বঙ্গ শার্দূল
(আমার সব চেয়ে প্রিয় নাতীন তাসলিমা আক্তার- এর জন্মদিন আজ, তার শুভ কামনায় শুভেচ্ছা জানিয়ে ভিন্ন মাত্রার এই লেখা )
❤❤❤❤❤❤❤❤
আর কতোক্ষণ থাকবো আমি
বন্ধু তোমার অপেক্ষায়
আজকে আমার জন্মদিন
তাওকি মনে নাই….
খুশির এই দিনে তুমি
নাইতো আমার কাছে
তোমায় বলো আমার
প্রাণটা কেমনে বাঁচে।
জন্মদিনের কেকটা কাটা
কেমনে হবে বলো
তাসলিমারে ছেড়ে যদি
একলা পথটি চলো।
কেনো এমন করো বন্ধু
বুঝতে চাইনা আমি
জন্মদিনে তুমিই আমার
সেরা উপহার দামি।
তোমার জন্য পথচেয়ে
তাসলিমার জীবন যায়
মনে তোমার ভালবাসা
বন্ধু আমার জন্য নাই।
এই অভাগী কিসে খারাপ
একবার নাহয় বলো
জন্মদিনে মনটা কালা
তোমার জন্য হলো।
আজকে এই দিনে বন্ধু
দুরে কেনো তুমি
তোমার আসায় পথের পানে
চেয়ে আছি আমি।