সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বনানীর বাড়ি থেকে আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের মরদেহ নেওয়া হয়েছে। সেখানে বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
জানা গেছে, বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের মরদেহ নেওয়া হয়। এরপর থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষসহ সর্বস্তরের বিশিষ্ট নাগরিকরা।
এর আগে আনিসুল হকের বনানীর বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
।