সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ভিলার ভিডিও পোস্ট করেছেন। এই কিংবদন্তি নিজেকে ব্যাচেলর নই দাবি করে বান্ধবী এমিলিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন বলে জল্পনা শুরু হয়েছে।
জানা যায়, অস্ট্রেলিয়ান মডেল এমিলি সিয়ার্সের সঙ্গে প্রায় বছর খানেক আগে আলাপ হয় শেন ওয়ার্নের। এর পর এই অজি লেগ স্পিানার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন। ব্যাচেলার জীবনে তার কোনো বিশ্বাস নেই।
শেন ওয়ার্ন সব জল্পনার মধ্যেই নিজের বাড়ির ছবি, ভিডিও পোস্ট করেছেন। সামনেই ক্রিসমাস, নতুন বর্ষ তার বাড়িতে জমিয়ে পার্টি হতে পারে এই বার্তাই কী বান্ধবীদের তুলে দিতে চাইছেন অজি স্পিনার? নাকি এটা একটা বিশেষ বার্তা শুধুই এমিলি-র জন্য। যে এই বাড়িতেই আসতে হবে তাকে। যেখানে দুজন মিলে ফের বাড়িকে ঘর বানিয়ে তুলবেন।
এমিলির বান্ধবী জানিয়েছেন শেন ওয়ার্ন-এমিলির সঙ্গে সাক্ষাতের পর অনেক বদলে গেছেন। নিজের সন্তানদের কাছেও এমিলির কথা বলেছেন।
আর তাতে অদূর ভবিষ্যতে এক হতে পারেন এই তারকারা।