ঢাকা: ২০১২ সালে প্রথম সন্তান আসে ট্রেভর ম্যাকডোনাল্ড ও পার্টনার ইয়ানের। নারী থেকে পুরুষ হয়েছিলেন ট্রেভর ম্যাকডোনাল্ড। তখন বাদ দেয়া হয়েছিল কানাডার উইনিপেগের এই বাসিন্দার। শুধু তাই নয় অস্ত্রোপচারে বাদ পড়েছিল তার ব্রেস্ট টিস্যুও।
তাদের সংসারে যখন প্রথম সন্তান আসে তখন ‘টেস্টোরেন ট্রিটমেন্ট’ বন্ধ রাখেন ট্রেভর। আর তাতে তিনি অনুভব করেন সামান্য হলেও সদ্যোজাতকে তিনি দুধ দিতে পারবেন। বহু কষ্ট করে স্বাভাবিক পদ্ধতিতে তিনি সন্তানকে দুধ পানও করান। প্রয়োজনে সাহায্য নেন বিকল্প পদ্ধতির। যাতে যন্ত্রের সাহায্যে ট্রেভরের বুকের দুধ পান করানো হয় নবজাতককে। পাশাপাশি তার ছেলের জন্য এগিয়ে এসেছিলেন আরো অনেক মা। তাদের দান করা দুধেই প্রতিপালিত হয় দুই ‘বাবা’র সন্তান।
সন্তান পালনে ট্রেভর ও ইয়ান এখন এতোটাই দক্ষ যে, আবারো সন্তান নেয়ার স্ধিান্ত নেন এ জুটি। কয়েক সপ্তাহ আগেই জন্ম নিয়েছে এই জুটির দ্বিতীয় সন্তান। আর তাকেও স্তন্যপান করাচ্ছেন রূপান্তরকামী ট্রেভর। নিজের অভিজ্ঞতা তিনি লিখেছেন নিজস্ব ব্লগে। শিখিয়েছেন সব ‘রূপান্তরকামী’ বাবাকে। কীভাবে নিজেই বাবা এবং মা হয়ে বড় করা যায় সন্তানকে।