ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও গত দুটি ম্যাচে টানা জয় পেয়েছে তারা। কিন্তু নতুন করে চিন্তায় পড়েছে ম্যানইউ শিবির। কেননা ইনজুরির কবলে পড়েছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়া।
এর জন্য অন্তত প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে স্টোক সিটির বিপক্ষে মারিয়াকে নাও পেতে পারেন রেড ডেভিলসদের কোচ লুই ফন গাল।
তবে ম্যানইউ বস জানিয়েছেন, ডি মারিয়ার ইনজুরি তেমন গুরুতর নয়। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার মনে হয়, হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছে ডি মারিয়া। তবে এই চোট খুব গুরুতর কিছু নয়। তবে এটা নিশ্চিত স্টোক সিটির বিপক্ষে তার খেলা হবে না।’
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে হালসিটির বিপক্ষে খেলার ১৫ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ডি মারিয়া। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।