এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বলেছেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সেই সাথে বিপুল ভোটের ব্যবধানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুণরায় মতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছের আলী, সহকারী জেনারেল ম্যানেজার আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন বলেন, আমরা শান্তির রাজনীতি চাই; আমরা কোন ধরনের সংঘাতমূলক রাজনীতি চাই না। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশকে অস্থিতিশিল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে; এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রূখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নে ৮০ ভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বাকি ২০ ভাগ বিদ্যুৎ সংযোগ আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে দেয়া হবে। তাহলে ঠাকুরগাঁও সদর উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের সারোডুবি গ্রামের ৪২টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়।