এম এ কাহার বকুল:লালমনিরহাট প্রতিনিধি;
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৩ জুয়াড়িকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২৮ নভেম্বর) বিকেলে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের নিজপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্রের ছেলে কৃষ্ণ রায়(৩৬), একই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের শমসের আলীর ছেলে নুর আলম(২৩) ও আফসার আলীর ছেলে শাহ আলম (২৯)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, উপজেলার ভাদাই নিজপাড়া এলাকায় জুয়ার আসর বসেছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে তিন জুয়াড়িকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে জুয়াড়িরা তাদের অপরাধ স্বীকার করে নিলে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যামান আদালত।
সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি হরেশ্বর রায়।