সিলেট প্রতিনিধি :: বিপিএল গভর্নিং বডির উদাসীনতা ও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের অভিযোগ এনে সিলেট নগরীতে রাস্তায় শুয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট সিক্সার্স সমর্থকরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর মেডিকেল এলাকা থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়। এসময় বিক্ষোভ কারীরা রাস্তায় শুয়ে গড়াগড়ি খেয়ে বিপিএলে আম্পায়ারের স্বেচ্ছাচারিতা ও ম্যাচ পরিচালনায় গভর্নিং বডির উদাসীনতার বিষয়ে ক্ষোভ প্রদর্শন করেন।
সিলেট সিক্সার্সের ম্যানেজমেন্ট কমিটির সদস্য এ কে লায়েকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সোহেল, শাহীন, দেলোয়ার, পলাশ, শাওনসহ শতাধিক বিক্ষুব্ধ সমর্থক।
উল্লেখ্য যে, ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিপিএল-এর সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচে ৭ বলে এক ওভার করে সিলেট সিক্সার্স এবং পিচের লাইনের ভিতরের বলকে হোয়াইট ঘোষনা করেন আম্পায়ার।