‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হচ্ছেন’

Slider রাজনীতি

173857mojammel_huq_Kalerkantho_pic

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদকঃ  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ সরকার বর্তমানে ক্ষমতায় আছে বলেই আজ মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হচ্ছেন।

আজ মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকারের সময়েই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ সকল সুবিধা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে আরও ব্যাপক পরিকল্পনা সরকার নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এনিয়ে কাজ করছে।

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কোনদিন কারও জন্য অপেক্ষা করেনি, করবেও না। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা আজও সক্রিয় রয়েছে। তাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে।

সমাবেশে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মুক্তাগাছার পদুরবাড়ি মাঠে ফকির শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *