ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অন্তত ৩০টি যুদ্ধবিমান সিরিয়ার রাক্কা প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রদেশটিতে যুদ্ধরত ইসলামিক স্টেট (আইএস) সদস্য ও সিরিয়ার সরকারি বাহিনী উভয়কে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। তবে এর ক্ষয়-ক্ষতি ও হতাহতের সংখ্যা জানাতে পারেনি সংগঠনটি।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাক্কা শহরের প্রান্তে ওই হামলাগুলো চালানো হয়।
সংস্থাটি জানিয়েছে, সিরীয় সেনাবাহিনীর ১৭ ডিভিশন ঘাঁটিতেও এ হামলা চালানো হয়। ওই ঘাঁটিটি গত জুলাইয়ে দখলে নেয় আইএস সদস্যরা।
আইএসকে নির্মূলের ঘোষণা দিয়ে গত আগস্টে ইরাকে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে তা প্রতিবেশী দেশ সিরিয়া পর্যন্ত বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। তবে এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও সিরিয়া কোনো পক্ষই মুখ খোলেনি।
তথ্যসূত্র : রয়টার্স।