ঢাকাঃ মানব পাচার রোধে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ ট্রাস্টবোর্ড গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একটি জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন মানব পাচারের একটি নমুনা। অবৈধ শ্রম, বাণিজ্যিক পতিতাবৃত্তিসহ অন্য কাজে মানব পাচার করা হচ্ছে। বাংলাদেশ সরকার মানব পাচার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।