লেটিকে লুকিয়ে রাখা হয়েছিল ৪ বছর

বিচিত্র

sua1-1417342955ডেস্ক রিপোর্ট : চার বছর আগে ৯ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন এক কিশোর। তাকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন তার মা। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল একটি বাড়ির গ্যারেজে, নকল দেয়ালের পেছনে! এখন তার বয়স ১৩। অভিযোগ উঠেছে, বাবা ও সৎমা তাকে সেখানে লুকিয়ে রেখেছিলেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এ ঘটনা ঘটে।

ক্লাইটন কাউন্টি পুলিশের ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ড্যানিয়েল বলেন, ‘ছেলেটিকে সেখানেই রাখা হয়েছিল। এক পর্যায়ে সে একটি স্মার্টফোন ব্যবহার করত। আর এ ফোনের মাধ্যমেই অনলাইনে তার বোনের সঙ্গে যোগাযোগ করে সে। এরপর বিষয়টি তাদের মায়ের কাছে জানায় তার বোন।’

পুলিশ আরো জানায়, সঙ্গে সঙ্গেই মা পুলিশের সাহায্য নেন। খুঁজে বের করেন ছেলেকে। ছেলেটির নাম প্রকাশ করা হয়নি। মায়ের নামও গোপন রাখা হয়েছে। তবে ১৩ বছর বয়সী একজন ছেলেকে কাপড়ে তৈরি দেয়ালের ওপারে কেমন করে লুকিয়ে রাখা সম্ভব হলো সে বিষয়ে পুলিশ কিছু জানায় নি।

ক্লেটন কাউন্টির পুলিশ কর্মকর্তা কেভিন হিউজ বলেন, ‘শুক্রবার রাতে তারা ছেলেটিকে খুঁজে বের করেন। বাড়ির গ্যারেজে কাপড় দিয়ে নকল দেয়াল তৈরি করে তার আড়ালে তাকে লুকিয়ে রাখা হয়েছিল।’

তবে ওই বাড়িতে থাকা ছেলেটির বাবা ও সৎমা অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, ছেলেটির অবস্থানের ব্যাপারে তারা কিছুই জানতেন না।

আরেক পুলিশ কর্মকর্তা জোয়ান সাউদারল্যান্ড বেসরকারি টিভি চ্যানেল ডব্লিউএসবিটিভিকে বলেন, ‘পুলিশ দেখে ছেলেটি প্রথমে ভয়ে ঠা-া হয়ে গিয়েছিল। উদ্ধারের পরে সে আনন্দে নাচতে থাকে। ছেলেটি এখন নিজের মায়ের কাছে রয়েছে।

তথ্যসূত্র : এনবিসি নিউজ, বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *