রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (কামারপাড়া) এলাকায় পানিতে ডুবে ইকরা মনি(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর নিজ ঘরের পাশে ছোট জলাশয়ের পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, ইকরা ওই এলাকার জমিস উদ্দিনের একমাত্র সন্তান। মাগরিবের নামাজের সময় শিশুটি ঘরের বারান্দায় খেলছিল। তার মা রান্না নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি ঘরের পাশের একটি ময়লাযুক্ত জলাশয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মা তার শিশুটিকে খোঁজতে গিয়ে ঘরে না পেয়ে চিৎকার করতে থাকেন। নিখোঁজের অন্তত ২০মিনিট পর শিশুটিকে জলাশয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা।