গাজীপুরে জঙ্গী হামলার ৯ম বার্ষিকী পালিত

জাতীয়

gazipur court

স্টাফ করেসপন্ডেন্ট

গাজীপুরঃ ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত ভবনে জে এম বি’র আত্মঘাতী বোমা হামলায় ৫ আইনজীবী সহ ১০জন নিহত হওয়ার ঘটনায় ৩০ নভেম্বর ৯ম বার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর আইনজীবী সমিতি ভয়ঙ্কর দিনটির স্বরণে আদালত এলাকায় নানা কর্মসূচি পালন করে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল কাল ব্যাজ ধারন,কাল পতাকা উত্তোলন,নিহতদের স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন,শোকর‌্যালী, শোকসভা মিলাদ মাহফিল ও দোয়া।

২০০৫ সালের এই দিন সকাল সাড়ে ৮ টায় গাজীপুর আইনজীবী সমিতির ২ নং হল রুমে এক আত্মঘাতি জঙ্গী হামলা হয়। এতে ৫ আইনজীবী সহ কমপক্ষে ১০ জন নিহত হন। নিহতরা হলেন,এড.আমজাদ হোসেন,এড.আনোয়ারুল আযিম,এড.নুরুল হুদা,এড,গোলাম ফারুক। সবশেষে এই ঘটনায় ২০০৯ সালের ২০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় এড,আব্দুল্লাহ আল মামুন মাখন মারা যান। নিহত অন্যরা হলেন,বিচার প্রার্থী আঃ রউফ,বশির মেম্বার,শামসুল হক ও মর্জিনা বেগম। নিহত আত্মঘাতি জঙ্গীর নাম শরিয়ত উল্লাহ উরফে আসাদুল। এই ঘটনায় ১০ জন নিহত হলেও আহত হন অন্ত:ত ১’শ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *