প্রবাসী অধ্যঘোষিত সিলেট বিভাগে এইচআইবি আক্রান্তের সংখ্যা বেশি

Slider সিলেট
101674
সিলেট প্রতিনিধি :: বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সিলেট বিভাগে। এর অন্যতম কারণ দেশের অন্য অঞ্চলের তুলনায় সিলেটে অভিবাসীর সংখ্যা বেশি। বর্তমানে এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রায় ৪শ’ জন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিহ্নিত করা যায়নি এমন আরো তিন শতাধিক ব্যক্তিও রয়েছেন।
আজ রবিবার(২৬নভেম্বরে) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ আয়োজিত ‘অভিবাসী ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা।
কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ’র এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন,
ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেটিক্স এন্ড গাইনোকলজি বিভাগের প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম হোসেন ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *