যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চালু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট। ফার্স্ট সোলার নামক একটি প্রতিষ্ঠানের তৈরি এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা ৫৫০ মেগাওয়াট।
টোপাজ নামক এই প্ল্যান্টে ব্যবহার করা হয়েছে ৯০ লাখ সোলার প্যানেল যা প্রায় ৯.৫ বর্গ মাইল অঞ্চল জুড়ে রয়েছে। এখান থেকে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করে চলতে পারবে প্রায় ১ লাখ ৬০ হাজার পরিবার।
প্রতিষ্ঠানটি একই উৎপাদন ক্ষমতার আরও একটি সৌরবিদ্যুৎ প্ল্যান্ট তৈরির কাজ করছে। এছাড়া ৫৭৯ মেগাওয়াট ক্ষমতার আরেকটি সৌরবিদ্যুৎ প্ল্যান্ট তৈরির কাজ করছে সান পাওয়ার। চালু হলে এটিই হবে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট।