মোঃ জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
২৫ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় সমগ্র বাংলাদেশের ন্যায় নীলফামরী ডিমলা উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর ১৯৭১-এর ৭ই মার্চের ১,১১২ শব্দের ১৮ মিনিটের ইউনেস্কোর ‘‘বিশ্ব প্রামাণ্য’’ ঐতিহাসিক স্বীকৃতি লাভ উপলক্ষে আন্দন শোভা যাত্রা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যা: এন.কে আলম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক ভূঁইয়া।
বঙ্গবন্ধুর ভাষনটির একটি অংশ, ভাইয়েরা আমরা, আজ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাই জানেন বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের আমার ভাইয়ের রক্তে রাজ পথ রঞ্চিত হয়েছে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা..
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী, সরকারী, আধা সরকারী , সাহিত্য শাসিত, বিভিন্ন কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা বিভিন্ন দপ্তর ও ১০ ইউনিয়নের স্থানীয় পরিষদ বর্গ ও উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় উপস্থিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোকলেছার রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু, রানী বৃন্দরানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক,ডিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিজুল ইসলাম, স্বাধীনতার ওপর কবিতা আবৃত্তি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার, বক্ত্য রাখেন ছাত্রলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন প্রমূখ।