গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার বিকালে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আক্তারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সেবক ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওসার, সহ-সভাপতি মুনীরা খান, মহাসচিব রঞ্জন কর্মকার, ভিসির সহসধর্মীনি সালমা জামাল, অ্যালামনাই অ্যাসোসিয়শনের সদস্য সেলিনা খালেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাকিব হাসান তরফদার, পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ওসি এনামুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, শেখ শুকুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো: মিলন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, অ্যালামনাই অ্যাসোসিয়শনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।