বঙ্গবন্ধু ভাষণ ইউনেস্কোর সভায় স্বীকৃতি পাওয়ায় কানাইঘাটে বর্ণাট্য শোভাযাত্রা

Slider জাতীয় সিলেট
IMG_20171125_174029
সিলেট প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্তির স্বীকৃতির উদযাপনে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয়েছে।
আজ শনিবার(২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে বর্ণাট্য শোভাযাত্রাটি বের হয়ে কানাইঘাট উত্তর বাজার পদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা নজমুল ইসলাম হারুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস লিও ফারগুশন নানকা, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের সদস্য কাউন্সিলর মাসুক আহমদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের নেতা নয়, তিনি গোটা বাঙ্গালী জাতির নেতা, তিনি জাতির পিতা।
অপরদিকে দিনটি উপলক্ষ্যে ব্যাপক শোডাউন করেছে পৌরসভার ৭ নং ওর্য়াড আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন অট্রেরিক্সায় মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়ে শতাধিক নেতাকর্মীরা কাউন্সিলার মাসুক আহমদের নেতৃত্বে প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেয়।
৭নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমদ, উপজেলা আ’লীগের সাবেক সদস্য আবুল বাশার, জহিরুল আলম চৌধুরী, আখতার হুছন তামিম খান, প্রবাসী আ’লীগ নেতা হাজী শরীফ উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর আসমা বেগম, নারী নেত্রী খাদিজা বেগম, ওর্য়াড সদস্য আফতাব উদ্দিন, হারুন রশিদ, মহানগর ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, যুবলীগ নেতা মনজুর আলমসহ এ ওর্য়াডের সর্বস্থরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। এ শোভা যাত্রায় মহিলা আওয়ামীলীগ নেত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *