চতুর পাখি… ————————আহমেদ সাইমুম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

23843309_1111958555607562_1715121460085859346_n

 

 

 

 

 

 

 

চতুর পাখি…
————————আহমেদ সাইমুম
সুখ বিলাসী পাখির প্রাসাদ-বসত বৃন্দাবন;
আকাশছোঁয়ায় ললাট গড়ন-পোঁড়ামাটির বুনন।।
বুকের খাঁচার ভাঙ্গা দুয়ার-দখিন হাওয়ায় দোলে,

অচিন পাখি রাত্রিপোহায় লোমশ নীড়ের কোলে।।

দৃষ্টি তাহার মেঘবালিকা-গাঙ্গচিলেদের ডানা,
দুখ ফ঳ড়িঙের শূন্য পাখায় দেয়না যে আর হানা।
দিন বদলের হাওয়ায় চড়ে-পাখির দেমাগ চড়া,

শৈশবে যার গিলত আধার-তার জমিনে খরা।।
শালুক পাতার ছোট্র ফঁড়িঙ-দুর্বাঘাসের জল,
পাখির চোখে এসব এখন কেবলই ফানুস ছল।।
উদুম দিনের উদ্যমে তার পালকজোড়া রঙ,
সুখ বিলাসী প্রজাপতির ডানায় হাজার ঢং।।
ভীষণ অতীত প্রীতির সকাল-স্মৃতির হাটের কাল,
পাখির কাছে ভালোবাসা বাজারে বিকানো চাল।।
ভাত ছিঁটিয়ে কাক তুলে নেয়-ডাক হাঁকে চঞ্চল,
আবেগ-আর্জি বৃথাই মর্জি-পাখির ছলে সব তল।।

নিশীথিনি:০৩:৪২টা,
-২৬নভেম্বর ২০১৭ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *