সুখের প্রতীক ঝলমলে তরুণ সূর্যটা
ডাকাতি হয়ে গেছে সহজলভ্য সভ্যতার হাতে
শিশির ভেজা ভোর সে এখন পুরনো অতীত
মধ্যাহ্ন সিন্ধু সভ্যতার তলে চাপা পড়েছে।
হরোপ্পার তলদেশে ভ্রমণ করেছি বহুবার
ময়নামতি গিয়েছি, গিয়েছি পাহাড়পুরেও
কোথাও পাই নি সেই চেনা মুখখানিরে।
বসুন্ধরা মার্কেট, যমুনা ফিউচারপার্ক, হাতির ঝিল
বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, চিড়িয়খানাসহ
চষে বেড়িয়েছি নীলগিরি, সাগর-কন্যা, দুবলার চর
কক্সেস বাজার আর সেন্টমার্টিন;
দেখা পাই নি সেই আয়নাখানার।
আঁধারের চাদোয়া বিছিয়ে সন্ধ্যা নেমেছে গাঁয়ে
একে একে সবাই ফিরেছে আপন ঘরে,
মাঠের কোণে আনমনা হয়ে তখনও দাঁড়িয়ে রয়েছি
পাগল দুটি চোখ গগনে তাকিয়ে রয়েছে
কেমনে ফিরি ঘরে?
হঠাৎ সব আঁধার আলো হয়ে গেল
দেখে তোমায় ঐ দূরাকাশের সন্ধ্যাতারার মাঝে
আমার সন্ধ্যাতারা! সন্ধ্যাতারা!! সন্ধ্যাতারা!!!
ভালো থেকো…
শুভ সন্ধ্যা রইল।