দেশের স্বনামধন্য কলেজ নটর ডেম কলেজ, যা শুধু তার শিক্ষা ব্যবস্থার জন্যই নয়, তার সঙ্গে সহ-শিক্ষা কার্যক্রমের জন্যও প্রসিদ্ধ। সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য এ কলেজটির রয়েছে ১৯টি ক্লাব। ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি ক্লাব হলো নটর ডেম নাট্যদল। নটর ডেম নাট্যদল ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় কিছু দিন এ ক্লাবটি ভালোভাবে চললেও কিছু বছর যেতে না যেতেই তা মুখ থুবড়ে পড়ে এবং এক পর্যায়ে তা বিলুপ্ত হয়ে যায়। এর ফলে ২০০৬ সাল পর্যন্ত ক্লাবটি কলেজের রেজিস্ট্রার খাতায় থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব ছিল না। ২০০৬ সালে বিলুপ্ত ক্লাবটিকে ফের চালু করে নটর ডেমের কিছু নাট্যপাগল শিক্ষার্থী, যাদের নেতৃত্ব দেন কলেজের বাংলার শিক্ষক মো. আক্তারুজ্জামান আর তার সৈনিক হিসেবে অবতীর্ণ হন কলেজেরই তৎকালীন ছাত্র তাজবীর সজীব। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই শ্রেষ্ঠ সংগঠনটি। বর্তমানে এই ক্লাবটির কার্যক্রম শুধু নটর ডেম কলেজের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা বিস্তৃত হয়েছে সারাদেশে। সারাদেশের শিক্ষার্থীদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে এবং তাদের আত্মোন্নয়ের লক্ষ্যে প্রতি বছর এ ক্লাবটি আয়োজন করে জাতীয় নাট্য কর্মশালা ও উৎসব, যাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। এ আয়োজনে দেশের খ্যাতিমান তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন মূল্যবান উপদেশ প্রদান করে তাদেরকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করে এবং আত্মোন্নয়নে উৎসাহিত করে থাকে। এ ছাড়াও শিল্পের বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা হয়ে থাকে। গত ৩০ ও ৩১ অক্টোবর হয়ে গেল এ আয়োজনটির ষষ্ঠ ধাপ অর্থাৎ ষষ্ঠ জাতীয় নাট্য কর্মশালা ও উৎসব ২০১৪। এবারের উৎসবে সারাদেশের নির্বাচিত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এবারের আয়োজনে শিক্ষার্থীদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে উপস্থিত হন দেশবরেণ্য তারকা রিয়াজ এবং জাহিদ হাসান। এর সঙ্গে যুক্ত হন ইয়ং ক্রেজ স্পর্শিয়া, নাঈম, অহনা, মিশু সাবি্বর এবং সিঙ্গি সেনসেশন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ ও মিনহাজ সিফাত। উপস্থিত তারকারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করেন এবং শিক্ষার্থীদের অনুরোধে বিভিন্ন পরিবেশনা করেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং নাটকের বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা আয়োজিত হয়। এবারের এই আয়োজনটি নটর ডেম নাট্যদলের আজীবন সদস্য মিথুন মৃধাকে উৎসর্গ করা হয় এবং তার স্মরণে এক বিশেষ পরিবেশনা প্রদর্শিত হয়, যাতে অংশগ্রহণ করে ক্লাবটির সাবেক সদস্যবৃন্দ। উল্লেখ্য সড়ক দুর্ঘটনাই এই বছর তিনি মারা যায়।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সম্মানিত অতিথি ছিলেন মহিউদ্দিন ফারুকী, চেয়ারম্যান মাল্টি ফ্যাবস লি.। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফা. ড. হেমন্ত পি. রোজারিও, অধ্যক্ষ নটর ডেম কলেজ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাফওয়ান মাহমুদ।