লাশ কথা বলে
————–রিপন আনসারী
লাশ লাশ লাশ আর লাশ
গোরস্থানে দাফন হয় না
এটা কেমন লাশ!
লাশ লাশ লাশ আর লাশ
শশ্মানে দাহ হয়না
এটা কেমন লাশ!
আসলে কি লাশ! না অভিনয়!
তবে লাশ কথা কয়, কি ভাবে!
যে লাশ কথা বলে না
তাকে খুঁজে কি লাভ! কবর স্থানে বা শশ্মানে।
তাই তো হয়রান হই আমরা
কিছু লাশের খবর পেয়ে অযথা ছুটোছুটি করি
বৃথা গেলো সময়, নষ্ট হল মস্তিস্ক।
মানুষ মারা গেলে লাশ হয় সঠিক
তবে যে মানুষ মরার পরেও কথা কয়
সে মানুষ লাশ হয় না কখনো।
আমরা সম্মান করি সব সময়
কিন্তু কিছু সম্মান করি লাশ হওয়ার পর
আবার কিছু সম্মান করি লাশ হওয়ার আগে।
যে সম্মান মৃত্যুর পর পাওয়া হয় তাই প্রকৃত সম্মান!
না জীবিত সময় প্রাপ্ত সম্মান আসল?
জীবিত লোককে যদি সম্মান করা হয়
তবে আত্মতৃপ্তি মনকে বাঁচিয়ে রাখে স্বগৌরবে।
আর মৃত্যুর পর সম্মান মুখরোচক হয়, যা বাস্তব নয়।
তাই জীবিত লাশ আর মৃত লাশ এক নয়
কারণ কিছু লাশ মরেও কথা বলে
আর কিছু লাশ জীবিত থেকেও লাশ হয়ে ঘুরে