আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে স্কুলছাত্রী ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় চার্জশিট প্রদান

Slider নারী ও শিশু বরিশাল শিক্ষা

rape_2_0_1_0

 

 

 
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবার খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুদের দিয়ে স্কুলছাত্রী ধর্ষণের চাঞ্চ্যল্যকর মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আদালতে দাখিল করা অভিযোগপত্রের বরাত দিয়ে চাঞ্চ্যল্যকর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহজাহান মিয়া জানান, দীর্ঘ তদন্ত, গ্রেফতারকৃতদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী, স্থানীয় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঞ্চ্যল্যকর ওই মামলায় সম্প্রতি ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরমধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যার সিএস নং- ৮০। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে গৌরনদী থানার বড় কসবা গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে কাওছার ফকির গত ২৯ জুলাই ঘটনার দিন রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের দীজেন জয়ধরের ছেলে দীপক জয়ধরের বসতঘরে ভিকটিম স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।
তিনি আরও জানান, অভিযুক্ত আসামীরা প্রত্যেকে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। ওই রাতে পূর্বপরিকল্পিতভাবে গৃহকর্তা দীপকের স্ত্রী কচি রানী মোবাইল ফোনে পার্শ্ববর্তী বাড়ির ভিকটিম স্কুলছাত্রীকে মোবাইল ফোনে তাদের ঘরে ডেকে আনে। রাতে ওই ঘরে ইয়াবার আসরে দীপক, তার স্ত্রী কচি রানী, টরকীতে সেলুন ব্যবসায়ী দীপকের বন্ধু বাহাদুরপুর গ্রামের তাপস শীল, গৌরনদী থানার বড় কসবা গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে কাওছার ফকির, নন্দনপট্টি গ্রামের শফি মৃধার ছেলে সেন্টু মৃধা উপস্থিত থেকে ইয়াবা সেবন করে। রাতে অপরাপর আসামীরা ইয়াবা সেবন করে ওই স্কুলছাত্রীকেও ইয়াবা খাওয়ানোর ফলে সে বেসামাল হয়ে পরে। এসময় অন্যান্য আসামীরা সুকৌশলে ঘর থেকে বেরিয়ে গেলে পূর্বপরিকল্পিতভাবে গৌরনদীর বড় কসবা গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে কাওছার ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। জ্ঞান ফিরলে ধর্ষিতা ছাত্রীর ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গৃহকর্তা দীপক, তার মা পুস্প রানী, স্ত্রী কচি রানীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও অভিযুক্ত কাওছার ও সেন্টু পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরদিন ৩০ জুলাই ধর্ষিতা স্কুলছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা নং- ১১ (৩০-০৭-১৭)। অভিযুক্ত কাওছার ও সেন্টু মৃধা পলাতক রয়েছে। অন্যান্য আসামীরা গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে জামিনে রয়েছে। প্রাথমিকভাবে আটক দীপকের মা পু®প রানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ধর্ষিতা স্কুলছাত্রী বাহাদুপুর গ্রামের তার মামা বাড়িতে থেকে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করছিল। তার বাড়ি পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার জহরেরকান্দি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *